ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১২ জুন মঙ্গলবার গৌরীপুর উপজেলা ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের এ কারাদণ্ড দেন। এ অভিযানে কালে সাথে ছিলেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।
ভ্রাম্যমাণ আদালত গৌরীপুর পৌরসভার নতুনবাজার এলাকার আব্দুল মান্নানের পুত্র মো. আইনাল হককে (৫০) ১০ মাস ও মৃত ইউনুস আলী শেখের পুত্র মো. মতিউর রহমান রবিনকে (৩৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর অভিযানে বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মো. ফজলুল হকের পুত্র মো. বাবুল মিয়াকে ১০ মাসের কারাদণ্ড ও মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র মো. মাসুদ করিমকে ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেন ইউএনও অফিসের সিএ মো. রইছ উদ্দিন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, অভিযানে গ্রেফতারকৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।