রবিন চৌধুরী (মাদারীপুর):
মাদারীপুরে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও মাদারীপুর পৌরসভা প্রশাসক, মোঃ হাবিবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মাদারীপুর সদর ওয়াদিয়া শাবাব, এবং জেলা তথ্য অফিসার বেনজির আহমেদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সকল সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মরহুম আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ