হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সুইটির জাঁকজমক বিয়ের আয়োজন এখন কান্নার পরিনত হয়েছে। জানা যায়, উপজেলার আব্দুর রশিদ মিয়ার কন্যা সুইটি আক্তারের বিবাহ দিনকন নির্ধারণ করার পর বিদ্যুতের আলোয় আলোকিত হয় সুইটির বাড়ি। গতকাল ১১ জুন সুইটির বিবাহ দিন ধার্য্য করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাদাত পুর গ্রামের আব্দু শহীদের পুত্র স্বপন মিয়ার সাথে। এরই মধ্যে ১০ জুন সুইটির ঠান্ডা জ্বর গলা ব্যাথায় নিয়ে পরিবারের সকলের কাছ থেকে চিরন্তন বিদায় নেয়। দিন টি ছিলো আনন্দময় বিয়ের আগে সব কিছু মিলিয়ে ১০ জুন গায়ে হলুদের অনুষ্ঠানে বাড়িতে আত্মীয় স্বজনরা মিলে আনন্দ উল্লাস করছিলেন, হটাৎ এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া মেনে এসেছে। সূত্র আরো জানায় বিয়ের আগের দিন সুইটির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে থাকে গায়ে হলুদের অনুষ্ঠানের বদলে নিয়ে যওয়া হয় মা – মণি ক্লিনিকে। পরে অবস্থার অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় তিতাস হসপিটালে সেখান ডাক্তার সুইটিকে প্রেরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। সেখানেও সুইটির চিকিৎসার ব্যবস্থা করার সম্ভাবনা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিলে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্য করলে সরাইল নামক স্থানে সুইটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে পরিবারের লোকজন কনের সাজের বদলে সুইটির লাশ নিয়ে আসেন বাড়িতে। কান্নায় মরু ভূমি হয়েপরে সুইটির আশপাশের সকল আত্মীয় স্বজনরা আলোকিত আলোক সজ্জা এখন ধূলো মরুভূমির পাহাড় হয়ে আছে।