মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রেতা ও সেবনকারীর ৬ মাসের জেল ও জরিমানা আরোপ করা হয়েছে। বুধবার ( ২৮ জুলাই ) সকালে ঘিওরের রামকান্তপুর গ্রামে মাদক বিক্রেতা বাহাদুর মিয়া (৩৮) পিতা আক্কাস আলী এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম। এ সময় দেশীয় পদ্ধতিতে তারি দিয়ে মদ তৈরি ও বিক্রির দায়ে ৬ মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা আরোপ করে ভ্রাম্যমাণ আদালত । অভিযানকালে তার কাছ থেকে ২ লিটার তারি উদ্ধার করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়াও মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঘিওরের পয়লা গ্রামের আব্দুল্লাহ (ঝন্টু) মিয়ার ছেলে মোঃ রাকিব (২৭) কে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত । এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব এসময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন । ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে মাদক বিক্রেতা এবং সেবনকারীদের চিহ্নিত করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ মাঠে রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে মাদক বিক্রেতা এবং সেবনকারীদের বিরুদ্ধে মাঠে সোচ্চার রয়েছে প্রশাসন। তিনি আরো বলেন, সমাজে দায়িত্বশীল লোকদের মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। মাদক বিক্রেতা এবং সেবনকারী সমাজ ধ্বংসের দিকে ঠেলে দেয় । জনস্বার্থে মাদকের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান