মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলা রুজু হয়েছে, সাভারের এক গার্মেন্টস কর্মীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১৬ মে আশুলিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলা সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ওই গার্মেন্টস কর্মীকে নিয়মিত ধর্ষণ করতো।
এমনকি অনৈতিক শারিরীক সম্পর্কের আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। জানা গেছে, আট বছর আগে শফিকের সাথে পরিচয় ঘটে ওই নারীর, এরপর থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতো। ভুক্তভোগী ওই নারী জানায়, শফিক বিয়ের আশ্বাসে কৌশলে আমাকে ধর্ষণ করে ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সে আমার নগ্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে আমার সম্মানহানি করেছে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ শফিকুল ইসলামের মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেনি। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, একজন নারী শফিকুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। আসামী গ্রেপ্তারে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।