শিকদার শামীম আলমামুন, মানিকগঞ্জ
ঘন কুয়াশায় আরিচা – কাজিরহাট ও পাটুরিয়া – দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে, চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারনের। এবার শীতের শুরু থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হতে রাজবাড়ীর দৌলতদিয়া রুটে পদ্মা নদীতে এবং আরিচা ঘাট হতে পাবনার কাজিরহাট রুটে যমুনা নদীতে যানবাহন ও যাত্রী পারাপারে মারাত্মক ভোগান্তি চরমে উঠেছে। প্রতিদিন বিকেল গড়াতেই সারারাত হয়ে পরদিন প্রায় দুপুর পর্যন্ত মাঝনদী পুরোটা তীব্র কুয়াশায় ঢেকে থাকে, ফেরির শক্তিশালী হেডলাইটও কাজে আসেনা, ফলে যাত্রী ও মালামাল সহ অনেক সময় দিক হারিয়ে ফেলে, আবার কাঙ্ক্ষিত সময়ে গন্তব্যে পৌঁছাতো পারেনা। প্রতিরাতেই শতশত বাসট্রাক পারাপারের অপেক্ষায় থাকে।
এদিকে রোববার সকাল ছয়টার দিকে পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা একটি অ্যাম্বুলেন্সের এক রোগীর মৃত্যু হয়েছে, মেহেরপুরের গাংনী উপজেলার মৃত নবী মণ্ডলের ছেলে ওই রোগীর নাম নজরুল ইসলাম মণ্ডল (৬৫)। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বিষয়টা নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাত ১২ টায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), তবে ১২ ঘন্টা পরে নৌ চলাচল স্বাভাবিক হলেও এতে যাত্রী এবং চালকদের সারারাত শীতের দুর্ভোগ পোহাতে হয়। দৌলতদিয়া ফেরি ঘাটে আটকা পরায় অনেক শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ায় বঞ্চিত হন। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশায় বন্ধ থাকার কারণে মাঝ নদীতে রোরো ফেরি খান জাহান আলী, কেরামত আলী ও ইউটিলিটি ফেরি হাসনা হেনা যাত্রীবাহী যানবাহন নিয়ে সারা রাত নোঙ্গর করে থাকে।
পাটুরিয়া ফেরি ঘাটে রোরো ফেরি রহুল আমিন, বরকত ও ইউটিলিটি ফেরি চন্দ্র মল্লিকা যানবাহন নিয়ে ঘাটে নোঙ্গর করে ছিলো।দৌলতদিয়া ফেরি ঘাটে রোরো ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর, শাহ পরান, ইউটিলিটি ফেরি বনলতা,মাধবীলতা, ফরিদপুর ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে ছিলো। বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘গত এক সপ্তাহ যাবত ঘন কুয়াশার কারণে আরিচা ও পাটুরিয়া ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আরিচা ফেরি সেক্টরে রোরোসহ ২৩টি ফেরি বরাদ্ধ থাকলেও অনেক সময় যানবাহনের অভাবে ঘাটে নোঙ্গর করে রাখা হয়।
রোববার দিবাগত রাত সাড়ে নয়টা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত আরিচা কাজিরহাট নৌরুটে এবং সোমবার ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া রুটে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ থাকে।