শরিফুল ইসলাম, মানিকগঞ্জ
সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাব্য তারিখ ১২ সেপ্টেম্বর । সময় নেই খুব একটা। সরকারের নির্দেশনা পেয়ে নিয়মিত অফিস করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। এরমধ্যে মানিকগঞ্জ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের আগাম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী বালিয়াখোড়া, শ্যামনগর তেরদোনা,সিংজুরী , বড়টিয়াসহ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে , বিদ্যালয় খোলার ঘোষণা পেয়েই বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি করা হয়েছে । ঘিওরের বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন বলেন, ‘প্রতিদিনই সব শিক্ষক নিয়মিত অফিস করছেন। এ ছাড়া করোনার সময় শিক্ষকরা হোম ভিজিট, শিট বিতরণসহ নানা কার্যক্রমে যুক্ত ছিলেন। ঘিওর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন বলেন , জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় ঘিওরের ৮১ টি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে পাঠদানের উপযোগী করা হয়েছে । এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয় মুখী করতে শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়িতে বাড়িতে গিয়ে উঠান বৈঠক করেছেন শিক্ষকরা। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার তাপস কুমার বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনায় জেলার ৬৫২ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বন্যা কবলিত কয়েকটা বিদ্যালয় বাদে প্রায় সবগুলো বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে । দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় প্রায় শিক্ষাপ্রতিষ্ঠান জরাজীর্ণ হয়ে পড়েছিল। সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে । তিনি আরো বলেন, করোনায় স্বাস্থ্য বিধি রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গনে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার জায়গা স্থাপন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ মাসেই খুলতে পারে সকল প্রাথমিক বিদ্যালয় ।