মানিকগঞ্জ প্রতিনিধি
গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এছাড়া এ সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়,পরিবহন, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে। আর এ নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন। এরই আলোকে গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার আওতাধীন পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় । অভিযানে নেতৃত্ব দেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াদিয়া শাবাব। অভিযানে আরো উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীরা । অভিযান চলাকালীন সময়ে মা ইলিশ পরিবহনের দায়ে ৪ জনকে এক হাজার নয়শত টাকা জরিমানা আরোপ করা হয় । জব্দ করা হয় ২৫ কেজির অধিক ইলিশ মাছ। জব্দকৃত ইলিশ মাছ ঘিওর উপজেলার ওভাজানি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। জনস্বার্থে ও ইলিশ বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ।