মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ । এদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুই জন মহিলা রয়েছে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অভিযান। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যুবায়ের হোসেন এই অভিযান পরিচালনা করেন। মানিকগঞ্জ পাসপোর্ট অফিস এলাকা থেকে চক্রের ৭ জন দালালকে গ্রেফতার করা হয়। তাদের সকলকে ৭ দিন করে কারাদন্ড দেওয়া হয়। আসমীরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকার রাসেদুল (৩৫), ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর গ্রামের মোঃ শাওন (২৪) পশ্চিম বান্দুটিয়া এলাকার রায়হান (৩৫), মোঃ আরিফ (৩৪), মেহেদী হাসান সুজন (২৮), রাসেল মিয়া (৩৮), শাহজাহান (৪৫)। পরবর্তিতে মানিকগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ০৯ জন সদস্যকে আটক করা হয়। আটককৃত ২ জন মহিলা ও ১জন পুরুষকে ৭ দিন করে এবং বাকী ৬ জনকে ১০ দিন করে কারাদন্ড দেওয়া হয়। আসামীরা হল, মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রামের জবেদা(৪০), উত্তর সেওতা এলাকার ইলিয়াস (৪০), ডাউটিয়া এলাকার নরেশ চন্দ্র শীল (৩০), পশ্চিম দাশড়া এলাকার মোঃ রায়হান উদ্দিন (৪০), ঘিওর উপজেলার মনির হোসেন (৩০), নাসির (৩৫), রাশেদা(৪০), সাটুরিয়া উপজেলার সম্রাট (৩০), আয়নাল (৪০)। র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে: মো আরিফ হোসেন বলেন, পাসপোর্ট এবং হাসপাতাল এলাকা থেকে আটককৃত ১৬ জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরনের প্রস্তুতি চলছে। দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে তিনি জানান।