মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, ক্রীড়া সংগঠক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলু। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের হাতে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষ থেকে দুই হাজার কম্বল তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য অ্যাডভোকেট দেওয়ান মতিন এবং দেওয়ান জুয়েল ।
সাদিকুল ইসলাম সোহা জানান, প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের হাতে প্রথম দফায় দুই হাজার কম্বল দেওয়া হলো, পরবর্তীতে আরো আট হাজার কম্বল প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, দেওয়ান জাহিদ আহমেদ টুলু আর্তমানবতার সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন,
আজকের দুই হাজার কম্বল জেলার অসহায় মানুষদের কাজে লাগবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে চেস্টা করবো সুষ্ঠভাবে বিতরন করার। জেলায় অনেক ধনী সম্পদশালী মানুষ আছেন যারা দরীদ্র মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা উপকৃত হবে। দেওয়ান জাহিদ আহমেদ টুলুর মত শীতের সময় সাহায্যে নিয়ে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান।