শরিফুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে এই স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানিকগঞ্জ জেলা শাখা।
স্মরণসভার আগ মুহূর্তে বঙ্গবন্ধু চত্বরে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. আবু বক্কর সিদ্দিক খান তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার এর সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু । এ সময় তিনি বলেন,‘নির্মল রঞ্জন গুহ ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ । সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীর সাথে তার ছিল আত্মার সম্পর্ক। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশনা বাস্তবায়নে রাতদিন কাজ করে গেছেন।
তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। তার আত্মার শান্তি কামনা করছি।
স্মরণ সভার প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, নির্মল রঞ্জন গুহ দাদা ছিলেন একজন মানবতার ফেরিওয়ালা । মহামারি করোনার সময়ে যখন মানুষ ঘর থেকে বের হইতো না ঠিক তখন দাদার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের দশটি এম্বুলেন্স ,৩১ জন ডাক্তার, ফ্রি অক্সিজেন সার্ভিস, মানবতার ভ্যানগাড়ী এবং একটি লাশবাহী গাড়ি নিয়ে রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে স্বেচ্ছাসেবক লীগ । শুধু তাই নয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া , শীতে কম্বল বিতরণ, বন্যায় বন্যার্তদের খাবার বিতরণসহ অসংখ্য অসংখ্য মানবিক কাজ তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করেছে। তার এ অবদান আমরা কখনোই ভুলবো না ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দিন,মানিকগঞ্জ সদর পৌরসভার মেয়র রমজান আলী। জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল,কার্যনির্বাহী সদস্য মোদাব্বির হোসেন শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্চিতা গুহ,মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর আব্বাশ আকাশ । অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন চঞ্চল, আবু জাফর, সদস্য বিশ্বজিৎ হালদার, রাজ্জাক হোসাইন রাজসহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতা কর্মী ।