মানিকগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পৌরসভার ১ও৭ নং ওয়ার্ডের সেওতা, বেওথা, এবং বান্দুটিয়া এলাকায় শুভেচ্ছা উপহার স্বরুপ দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা সভাপতি আফরোজা খান রিতা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাংগঠনিক সম্পাদক আফম নূরতাজ আলম বাহার সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আফরোজা খান রিতা দলীয় নেতাকর্মীদেরকে মানুষের বিপদে আপদে সব সময় সাধ্যমত পাশে থাকার আহবান জানান।