মালয়েশিয়ায় ইয়ুথ লিডারশিপ সামিটে পিরোজপুর বশেমুরবিপ্রবিপি শিক্ষার্থী নাওমি নাওয়ার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৪ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি নাওয়ার। সামাজিক উন্নয়ন ও জলবায়ু নিয়ে কাজ করা নাওমি বশেমুরবিপ্রবিপির গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অধ্যয়নরত। প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় নাওমিকে শুভেচ্ছা ও অভিননন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

জানা যায়, গত ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ইউনিভার্সাল ইয়ুথ লিডারশিপ সামিট। ইউনিভার্সাল ইয়ুথ মুভমেন্টের আয়োজনে ৪ দিনব্যাপী এ সামিটে বাংলাদেশ থেকে অংশ নেন নাওমি নাওয়ারসহ ৪ জন যুব প্রতিনিধি।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া বাকিরা হলেন, নামরাতা চাকমা, আবিদা চৌধুরী ও আরিয়ান খান। এবারের সামিটে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশ থেকে সব মিলিয়ে ৯২ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত ৯টি দলের একটিতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাওমি।

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের হয়ে নাওমির প্রতিনিধিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement