ময়মনসিংহ প্রতিনিধি
আজ শুক্রবার মুক্তাগাছা আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, আবদুল্লাহ আল মনসুর, উপজেলা নির্বাহি অফিসার, মুক্তাগাছা, ময়মনসিংহের সভাপতিত্বে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেষ ফজিলাতুন্নেছা মুজিব” জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ বালক/বালিকা অনূর্ধ্ব-১৭ -এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলংকৃত করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, কে এম খালিদ এমপি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সে সময় বিশেষ অতিথির আসন গ্রহণ করেন, আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, মেয়র, মুক্তাগাছা পৌরসভা, ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন, আরব আলী, প্যানেল মেয়র-১ ও (ভারপ্রাপ্ত),চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা ময়মনসিংহ, মোহাম্মদ দুলাল আকন্দ, অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ। বতর্মান করোনা মহামারিতে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় যুবসমাজ বিভিন্ন অপরাধ কর্মকাÐ ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই সকল শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধ কর্মকাÐ মাদক থেকে দূরে রাখতে এবং মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা অপরিহার্য হয়ে দাড়িয়েছে। মুক্তাগাছার স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ফুটবল খেলাধুলার আয়োজন করা হয়েছে বলে বক্তরা তাদের বক্তব্যে মতামত তুলে ধরেছেন। আসুন আমরা আমাদের সন্তানদের দিকে নজর রাখি এবং খেলাধুলার প্রতি মনোযোগী হতে বিশেষভাবে উৎসাহিত করি।
শুক্রবার, ফেব্রুয়ারি ৩
সংবাদ শিরোনাম
- ভালোবাসা দিবসের নাটক “গল্পটা মজনু’র”
- ফকিরহাটে ২০ হাজার টন চাল জব্দ
- বরগুনায় ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে ভ্যাট অফিসের কর্মচারী, কর্মকর্তারা, বিপাকে ব্যবসায়ীরা
- ময়মনসিংহে আলোচিত বাবা-ছেলে খুনের ২৪ ঘন্টায় গ্রেফতার ৪
- গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
- আইএমএফ ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন
- মানুষকে বিভ্রান্ত করা রাজনীতির অংশ হতে পারে না: শিক্ষামন্ত্রী