নিজস্ব প্রতিবেদক: মুজিবশতবর্ষ উপলক্ষে শেখ হাসিনার সরকার ‘ঘর নাই বাড়ি নাই’ এমন পরিবারগুলোকে মাথা গুঁজার ঠাঁই করে দিতে মুক্তাগাছায় দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ প্রকল্পের কাজের গুণগত মান যাচাই ও পর্যায়ে ঘর প্রাপ্তদের খোঁজ খবর নিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ মুক্তাগাছায় দ্বিতীয় পর্যায়ে ৪৫টি ঘর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের ঘর ও জমি হস্তান্তর করা হবে। আগামী( ২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে গৃহহীনদের জন্য তৈরি নতুন এসব ঘর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘরগুলো বুঝিয়ে দেবেন ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের (২য় পর্যায়) নির্মিত ৪৫টি ঘর পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এ সময় তার সাথে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘরের গুণগত মান ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দিক-নির্দেশনা দেন একই সাথে প্রথম পর্যায়ে ঘর প্রাপ্তদের খোজ খবর নেন। জানা যায়, দেশব্যাপী ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভাও সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ মুক্তাগাছায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দ্বিতীয় পর্যায়ে গৃহনির্মাণ প্রায় শেষ পর্যায়ে। উপজেলা নির্বাহী অফিসার জানান- এবার ময়মনসিংহ সদর উপজেলায় ৪৫ জন উপকারভোগীকে দেওয়া হচ্ছে এই ঘর। এর মধ্যে এসব ঘরের জমির দলিল ও নামজারি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ২০শে জুন ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ের ঘরের দলিল হস্তান্তর ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার পরই তাদের হাতে এসব ঘর বুঝিয়ে দেওয়া হবে। এদিকে শুক্রবার সরকারি ছুটির দিনেও নিজের আরাম আয়েশ কে বিসর্জন দিয়ে গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য নির্মাণাধীন ঘর গুলো পরিদর্শন ও প্রথম পর্যায়ে ঘর প্রাপ্তদের খোজ খবর নেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আয়েশা হক এর প্রশংসায় মেতে উঠেছেন মুক্তাগাছাবাসি।
বৃহস্পতিবার, জুন ১
সংবাদ শিরোনাম
- জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
- লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না
- দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
- কমলগঞ্জে অভিনব কায়দায় সিএনজি চুরি : কৌশলে নগদে টাকা আদায়
- রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা
- এনবিআরের দাবি করা কর দিতে হবে ড. ইউনূসকে
- কাউকে জেতানো বা পরাজিত করা ইসির দায়িত্ব নয়
- ভালুকায় অসংক্রামন রোগের কারণ ও প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত