নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দের নেতৃত্বে এএসআই(নিঃ/মোঃ ইসমাইল হোসেন সংঙ্গীয় ফোর্সসহ ১০/০৬/২০২১ খ্রিঃ ১৪:৪৫ মিনিটে মুক্তাগাছা থানাধীন নিমুরিয়া সাকিনস্থ জগীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী রুপময় গোস্বামী ওরফে ঝুটন গোস্বামী (৪২), পিতা-চিন্ময় গোষামী, সাং-মুক্তাগাছা ছাপান্ন প্রহর মাঠ সংলগ্নথানা-মুক্তাগাছা,জেলা-ময়মনসিংহ কে ১০ (দশ) বোতল ফেন্সসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।ওসি দুলাল আকন্দ জানান সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে টাঙ্গাইল জেলার সদর থানার মাদক মামলা রয়েছে নং-৩৮(১০)১৫ এবং মুক্তাগাছা থানার মাদক মামলা নং-১২(১২)১১ এর এজাহার নামীয় আসামী। মামলা ০২টি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। মুক্তাগাছা থানা পুলিশ আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।