নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার”-প্রতিপাদ্যকে প্রধানমন্ত্রীর আগ্রাধীকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে মুজিব জন্মশত বার্ষিকীতে গতকাল রবিবার নাচোলে ৩শ’ গৃহহীন মানুষ প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলেন। গতকাল রবিবার সকাল ১০টায উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গৃহহীনদের মাঝে ঘর প্রদান অনুষ্ঠানে জমিসহ ঞরের কাগজপত্র হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাও। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা বেগম, নাচোল সদর ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম। উপজেলা নির্বাহী অফিসার জানান, এবছর নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ৩শ’টি ঘর পাচ্ছেন গৃহহীনরা। তিনি অরও জানান, উপজেলার কসবা ইউনিয়নের বর্ধাইচন্ডিপুর গ্রামের পুকুরপাড়ে ৮২টি, ফতেপুর ইউনিয়নের আহুড়া গ্রামে ২০টি, নেজামপুর ইউনিয়নের শুড়লা গ্রামে ৬৩টি ও বড়বাকইল গ্রামে ১০টি, নাচোল সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামে ৮০টি ও রাজবাড়ি দিঘিপাড়ায় ৪৫টিসহ মোট ৩শ’টি বাড়ি প্রকৃত গৃহহীনদের মাঝে জমির কাগজপত্রসহ বুঝিয়ে দেয়া হয়েছে। রবিবার মাননীয় প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫৩হাজার, ৩শ’ ৪০টি ঘরবাড়ি উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে। নাচোল উপজেলায় নির্মিত ৩শ’টি ঘরবাড়ি রবিবার সকাল ১০টায় ৩শ’টি পরিবারের মাঝে উপজেলা পরিষদ মিলনায়তনে সীমিত আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ঘরবাড়ির কাগজপত্র হস্তান্তর করা হয়।