মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার( ডিবি) পুলিশ। গতকাল সোমবার (৩১মে) দুপুরে গ্রেফতারকৃত আসামী নুর সোহাম্মদকে (৩৫) মুন্সিগঞ্জ আদালতে হাজির করা হলে মুন্সিগঞ্জ আমলি আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। এর আগে তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ মুন্সিগঞ্জ আদালতে প্রেরন করে পুলিশ। ডিবি পুলিশ জানায়,গোপনসংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে তাকে ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে আজ ভোড় রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি জসিম নগর এলাকার আজিম পাইক এর বাগানের জমির মাটির নিচ হতে তার দেখানো মতে অস্ত্রটি উদ্ধার করা হয়। আসামি মোহাম্মদ সদর উপজেলার পূর্ব শিলমন্দি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোজাম্মের হক মামুন জানান,উদ্ধারকৃত অস্ত্রটি কালো রঙের ইন্ডিয়ার তৈরি পয়েন্ট .২২ গান। যাহা বাটসহ ১০ ইঞ্চি লম্বা। সে আরো জানায়,গ্রেফতারকৃত আসামি গত ১৮মে ২০২০ইং তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জের শিলমন্দি সাইদুর রহমান এর বাড়ির সামনে একটি মারামারির ঘটনা ঘটায় । সেই সময় ৪ জন যুবক অস্ত্রসহ মরামারিতে অংশ নেয় এবং গুলি বর্ষণ করে। বর্ণিত ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার মামলা নাম্বার ২০ তারিখ ১৮/০৫/২০২০ রুজু করা হয়। সেই মামলার এজাহারনামীয় আসামি ছিল গ্রেপ্তারকৃত নুরমোহাম্মদ । দির্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Related Posts
Add A Comment