মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত (১৩ জুন) সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করে। সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বদর-উদ- দোজা ভ‚ইয়া এ তথ্য নিশ্চিত করছেন। তিনি এ উপ-নির্বাচনের রিটার্নি অফিসার হিসেবে দাইত্ব পালন করবেন। এদিকে, তফসিল ঘোষণা আগে থেকেই ৭-৮ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নটিতে সমর্থন ও দোয়া প্রার্থনা করছিলেন।
এদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, তরুণ সমাজ সেবক মো. বাবু মুন্সী, প্রয়াত চেয়ারম্যান পুত্র মো. শাহীন মুন্সী, মাহবুবুর রহমান খান, শাহীন দেওয়ান ও হাজী রবিন হোসেন। অপরদিকে, ইউনিয়নটিতে আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম একজন হেভিওয়েট প্রার্থী প্রচারণায় নেমেছেন। তিনি কোভিডের সময় ইউনিয়নবাসীর অর্থ ও সহায়তা নিয়ে মানুষের পাশে ছিলেন। এছাড়াও তিনি ইউনিয়নটির গরীব ও অসহায় মানুষের পাশে থাকেন সবসময়ই।
তিনি ইউনিয়নটিতে দানবীয় হিসেবে পরিচিতি পেয়েছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীরা সাধারন ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে। ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন হচ্ছে ৩০ জুন ও প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই। প্রসঙ্গত- গেলো ৬ মে বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোতা মিয়া মুন্সী মারা যান। তার মৃত্যুতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদশুণ্য হয়।