মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দিনগত রাতে শহরের উপকন্ঠ পঞ্চসারে পৃথক ওই অভিযান চালায়। ডিবির ওসি আবুল কালাম আজাদ জানান, রাত পৌনে ১১ টার দিকে পঞ্চসার ইউনিয়নের কাঠপট্টি এলাকার একটি রাইস মিলের ফাঁকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মনির ওরফে সুমন মাঝিকে (২৮) গ্রেফতার করে। একই রাত পৌনে ১২ টার দিকে পঞ্চসার এলাকার অপর একটি রাইস মিলের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ স্বপন দেওয়ানকে (৪২) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।