মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান গাজা সহ মফিজ উদ্দিন বেপারী (৫২), সিরাজুল ইসলাম বেপারী (৩৫), রুমা বেগম (৪২) নামে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির ১টি আটোরিক্সা ও ১০ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার (৫ জুন) সকাল পোনে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি পশ্চিমপাড়া ঈদগাঁ মাঠের সামনে পাকা রাস্তার উপর গাজা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত মফিজ উদ্দিন ও সিরাজুল ইসলামের কাছ থেকে ১কেজি ৫শত গ্রাম গাজা ও গাঁজা বিক্রির ১টি আটোরিক্সা ও ১০ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়। আটককৃত মফিজ উদ্দিনের স্বিকারোক্তি মতে তার নিজ বাড়ী হতে আটককৃত রুমা বেগমের দেখানো মতে আরো ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মফিজের স্ত্রী রুমা বেগম আটক করা হয়। আটককৃত মফিজ উদ্দিন বেপারী সদর উপজেলার যোগিনী ঘাট দক্ষিণ ইসলামপুর এলাকার মৃত আব্দুর রহমান বেপারীর ছেলে। সিরাজুল ইসলাম বেপারী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার পশ্চিম চর হোগলা চর কিশোরগঞ্জ এলাকার আলম চান বেপারী ছেলে এবং আটককৃত রুমা মফিজ উদ্দিনের স্ত্রী। এ ব্যাপারে মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান, মাদক অভিযান পরিচালনাকালে আটককৃত মফিজ উদ্দিন বেপারী, সিরাজুল ইসলাম বেপারীর কাছ থেকে ১কেজি ৫শত গ্রাম গাজা ও গাজা বিক্রির ১টি অটোগাড়ী ও ১০ হাজার ৩শত টাকা উদ্ধার করা হয়েছে। তাদের তথ্যমতে মফিজের বাড়ি হতে তল্লাশি করে আটককৃত রুমা বেগম আরো৪কেজি গাজা বাহির করে দেয়। তিনি আরো জানান,আটককৃত মফিজ উদ্দিনের স্ত্রীর কাছে আরও গাজার প্যাকেট আছে। যাহা যাচাই বাছাই চলিতেছে। দীর্ঘদিন যাবত গোপনে বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিজেদের ঘরে মজুদ রেখে তারা পুরাতন ত্রিপালের ব্যবসার অন্তরালে গাজা ব্যবসা করে আসছিল। আটককৃতদের নামে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
শুক্রবার, জানুয়ারি ২৭
সংবাদ শিরোনাম
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার
- হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম আরাফাত
- আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা
- মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে
- পাইকগাছায় পরিবেশ বিপর্যয়কারী টালির পাঁজা উচ্ছেদ
- শিলিগুড়িতে খেলতে গিয়ে লাশ হওয়া ডাবলুর মরদেহ হস্তান্তর