মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে অটোসহ ৬ অটো চোরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অটোসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শাহজাহান গাজী (৬০) ,মো. সিরাজ মিয়া (৫৫),মো. শফিকুল ইসলাম @ শফিক হাওলাদার (৪৩), আনোয়ার হোসেন (৩০), গোলজার হোসেন @ সুমন (৪০),আবু সালাম (৪৩)।
এ সময় তাদের কাছ হতে একটি খয়েরি লাল কালারের অটো গাড়ি অটো গাড়ির চাবি জব্দ করা হয়। মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর এলাকায় পূর্ণিমা পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপরে ৬ অটো চোর চোরাই অটো গাড়ি বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হাজির হয়ে চোরাই অটো গাড়িসহ ৬ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ব্যাপারে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চোরাই আটো বিক্রির সময় ৬ চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা চিহ্নিত সক্রিয় চোরাই দলের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হবে।