মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশ-নায়ক তারেক রহমান এবং তার সহধর্মিণী বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রখ্যাত চিকিৎসক ডাঃ জোবাইদা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার ফরমায়েশি আদেশের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার (৭জানুয়ারী) সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সড়কে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্র দলের নেতা কর্মিরা।
জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো.আবুল হাশেমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিবুজ্জামান অন্তর, টংগীবাড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মল্লিক, টংগীবাড়ি ভিটি কলেজ শাখা আহ্বায়ক তানভীর মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল হক, সাবেক ক্রীড়া সম্পাদক সামি সরকার, শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চসার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম দোলন, সহ-সভাপতি সুলতান মাহমুদ,সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সানি শেখ, আধারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.শাকিল ঢালী, সোনারং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইমন সহ জেলার বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।