মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া বাজারে সোনার দোকান থেকে ডাকাতি হওয়া ৬৯ ভরি সোনাসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ডাকাদের কাছ থেকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোটও উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন। গ্রেফতার হওয়া ব্যাক্তিরা হলেন, সাব্বির হোসেন ওরফে হাত কাটা স্বপন(৪৯),আরিফ হাওলাদার (২৫), মোহাম্মদ আলী (৪০), বিলাল মোলা (৩০), আনোয়ার হোসেন (৩২),ফারুক খাঁ(২১), আফজাল হোসেন (৪৭),মো.আক্তার হোসেন(৩২)।
এদের মধ্যে সাব্বির, বিল্লাল, আফজাল ও আক্তারের বাড়ি শরিয়তপুর জেলায়। আরিফ ও ফারুখ খায়ের বাড়ী মাদারীপুর এবং মোহাম্মদ আলী ও আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। এর আগে গত বুধবার রাত দুইটার দিকে ২০/২২ জন ডাকাত সদস্য সদর উপজেলার চিতলিয়া বাজারের স্বর্ণের দোকানে ডাকাতি চালায়।
সে সময় বাজারের পাহারাদারদের হাত বেঁধে ফেলে। পরে মুননাগ স্বর্ণ শিল্পালয় ও নিখিল বণিক স্বর্ণ শিল্পালয় ও মিল্টন ব্রাদার্স স্টোর নামে দোকানে ডাকাতেরা লুটপাট চালায়। সে সময় দুটি সোনার দোকান থেকে ১০৮ ভরি সোনা ও ৩০ লাখ টাকা লুটে নেয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন সোমবার দুপুরে সাংবাদিকদের জানান,ঘটনার পরদিন থেকে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেবের নেতৃত্বে জেলা পুলিশের একাধিক টিম আসামীদেন গ্রেফতারে অভিযান চালায়