মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের ৩টি অভিযানে ১১শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাজু মাদবর (৩৬), মাসুম মোল্লা (৩৬), মোসা: মায়া খাতুন (৪১), শিল্পি বর্মন (৩৫) নামে ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজনীন রেহানা ওই ৪ আসামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আটককৃত রাজু মাদবর সদর উপজেলার গুহেরকান্দি এলাকার খোরশেদ মাদবরের ছেলে। মাসুম মোল্লা টঙ্গীবাড়ী উপজেলার ধোপরাপাসা এলাকার মৃত হাফিজউদ্দিন মোল্লার ছেলে। মায়া খাতুন সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকার মৃত সালামত খান এর মেয়ে এবং শিল্পি বর্মন গজারিয়া উপজেলার পোড়াচক বাউসা গ্রামের মৃত মুকুন্দ্র চন্দ্র বর্মন এর মেয়ে। জানা গেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের ডিবি পুলিশের মাদক বিরোধি অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ থানাধীন দশকানি সাকিনস্থ মাহিদা ফার্নিচার গ্যালারী নামক দোকানের সামনে ফাকা জায়গার উপর হইতে ১শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাজু মাদবর কে আটক করা হয়। পরে বিকাল ৫টার দিকে সদর উপজেলার সুজানগর এলাকায় অপর ১টি অভিযান চালিয়ে কামাল উদ্দিনের অটো গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর হতে ২শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাসুম মোল্লাকে আটক করা হয়। পরে তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত সোয়া ১০টার দিকে ডিবি পুলিশের অপর অভিযানে সদর উপজেলার দক্ষিণ কোর্টগাও সাকিনস্থ পতাকা চত্ত¡রে জনৈক সাগর মিয়াজীর সাগর কম্পিউটার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৭শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ মায়া খাতুনকে আটক করে এবং তার সাথে থাকা একি সময়ে ১শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ শিল্পী বর্মনকে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবি ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ৩টি অভিযান চালিয়ে ১১শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করে শনিবার দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান,তাদের বিরুদ্ধে ইতিপুর্বে মাদক মামলা রয়েছে ।