মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মিরকাদিমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মিরকাদিম পৌর আ.লীগের আয়োজনে কালন্দিপাড়া এলাকায় দোয়া আলোচনাসভা ও কেক কাটার অনুষ্ঠান হয়। মিরকাদিম পৌরসভার সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিল্পব। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, মিরকাদিম পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বাতেন সেন্টু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহম্মদ সহ পৌর আ.লীগ,ছাত্রলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের সহাস্রাধিক নেতা-কর্মী। এ সময় শহিদুল ইসলাম শাহিন বলেন, বঙ্গবন্ধু জন্মেছিল বলে বাংলাদেশের জন্ম হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মেছিলেন বলে তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে পেরেছে। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। আলোচনা সভা শেষে দলটির নেতা-কর্মীদের নিয়ে কেক কাটা হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে রান্না করা খাবার প্যাকেট বিতরন করা হয়।