নাজির হোসেন, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এখন সিএনজি, মিশুক এবং ঔষধ কোম্পানির গাড়ির স্ট্যান্ডে পরিনত হয়েছে। দিনভর যত্রতত্র ভাবে অসংখ্য যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। এতে সৌন্দর্য্য হারাচ্ছে জেলার কেন্দ্রীয় এ শহীদ মিনারের। একই সঙ্গে শহীদ মিনার চত্বরে ফেরিওয়ালাদের আনাগোনা চোখে পরার মতো।
আগের চেয়ে বেড়ছে গাড়ির চাপ এখন বিভিন্ন ঔষধ কোম্পানির গাড়ি এ চত্বরে রাখা হয় প্রতিনিয়ত। সরেজমিনে গিয়ে দেখা যায়,জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ২০ থেকে ২৫ টি মিশুক ও ৮ থেকে ১০ টি সিএনজি গাড়ি স্ট্যান্ড করে আছে। আরও আছে বিভিন্ন ঔষধ কোম্পানির গাড়ি। চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাগজ, বাদামের খোসাসহ বিভিন্ন ছেড়া কাগজপত্র। পরে আছে গাছের পাতা। দশনার্থীরা জুতা পায়ে বসে আছে বেদীতে। মিনারের পূর্বপাশে এসএস দিয়ে তৈরি বেড়া কিছু অংশ ভাঙা রয়েছে। জানা যায়, শুধু প্রতিবছর একুশে ফেব্রুয়ারী এলেই শুরু হয় শহীদ মিনারের ধোঁয়ামোছা ও সংস্কারের কাজ। প্রতি বছর এভাবেই চলে।
বছরের বাকি সময়টাতে শহীদ মিনার পড়ে থাকে অযতœ-অবহেলায়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। এখান থেকে মিশুকের স্ট্যান্ড সরানো হউক। শহীদ মিনার চত্বর, আমাদের শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। কে শুনে কার কথা! বললেও কাজ হয় না। উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সাধারণ সম্পাদীকা হামিদা খাতুন এ বিষয়ে বলেন, শহীদ মিনার সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থান। আমি আগের জেলা প্রশাসনকে এখান থেকে গাড়ির স্ট্যান্ড সড়ানোর জন্য বলেছি। কিন্তু কিছুই হয়নি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল- জুনায়েদ জানান, আমি বিষয়টা আজ জানলাম। দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।