মুন্সীগঞ্জ প্রতিনিধি
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বুধবার মুন্সীগঞ্জ শহরে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত শহরের মাঠপাড়া এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব। মানববন্ধনে জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সাংবাদিক এবং আহতের এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
এ সময় বক্তৃতা করেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন মন্ডল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. গোলজার হোসেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মো. ফয়সাল হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম কামাল, আবু হানিফ রানা, মকবুল হোসেন, মাহবুব হোসেন, আহত সাংবাদিকের ভাই জজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিকের উপর হামলার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। প্রসঙ্গত: গেলো সোমবার দিনগত রাত ১০ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় ২০-২২ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিকসহ ৩ জনকে মারধর করে।