মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্যম মাকাহাটি গ্রামে মোঃ যুবায়ের হোসেন (৭) নামে ১ শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে জানা গেছে। যুবায়ের উপজেলার মাকহাটি গ্রামের মাইনুদ্দিনের ছেলে। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পর নিখোঁজ হয়। পরে রাত ১০টা দিকে বাড়ির পাশে পুকুরের ডোবায় কচুরীপানার নিচ থেকে গলায় পাটের রশি পেচানো মৃত অবস্থায় যুবায়েরকে পাওয়া যায়। এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে যুবায়ের ইসলাম প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার চাচাতো ভাই মো: ইমন (২০) তাকে ডেকে নিয়ে যায়। যুবায়েরের শিক্ষিকা তার মাকে বলে যুবায়ের পড়তে আসেনি। পরে অনেক খোজাখুজির পরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ দেখতে পায়। লোকজনের সহায়তায় জুবায়েরকে পুকুর থেকে তুলে আনলে এলাকাবাসী ৯৯৯ কল করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পুলিশ অভিযান চালিয়ে নিহতের চাচাতো ভাই ইমনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক জানায়, নিহতের চাচাত ভাই ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবায়েরকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা ইমন স্বীকার করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।