মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সম্মানিত উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ফাইজুন্নেছা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আখতার ভ‚ঁইয়া, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় মানপত্র পাঠ করেন সিনিয়র আইনজীবী সাবেক (পিপি) অ্যাডভোকেট আশরাফ উল ইসলাম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট শ,ম হাবিবুর রহমান, অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান,
সিনিয়র অ্যাডভোকেট শাজাহান মিয়া, অ্যাডভোকেট মালেক ভুইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্, অ্যাডভোকেট মো. আলমগীর কবির, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, স্পেশাল (পিপি) অ্যাডভোকেট লাভলু মোল্লা, (ভিপি) কৌশলী গোলাম মাওলা তপন সহ মুন্সীগঞ্জ বার এবং বেঞ্চের সকল বিচারক ও আইনজীবীরা।