মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম এর বিদায় সংবর্ধনা অনুিষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী সমিতির হল রোমে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. রোজিনা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া রহমান, অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী কামরুল ইসলাম, অতি: জেলা জজ মোতাহারাত আক্তার ভুইয়া সহ অন্যান্য বিচারকবৃন্দ। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.আর্শেদ উদ্দিন চৌধুরী, এ্যাড. মজিবুর রহমান, এ্যাড. জাকারিয়া মোল্লা, এ্যাড.নাছিরুজ্জামান খান, পিপি এ্যাড. আব্দুল মতিন, জিপি এ্যাড. লুৎফর রহমান, স্পেশাল পিপি এ্যাড.লাভলু মোল্লা, সিনিয়র এ্যাড. সলিল সরকার, এ্যাড. সমির রঞ্জন দাস, এপিপি এ্যাড. সামছুন্নাহার শিল্পি, সাবেক পিপি সিনিয়র এ্যাড.আশরাফুল ইসলাম, শাহজাহান মিয়া, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মাসুদ আলম, এ্যাড.সিরাজুল ইসলাম পল্টু, এ্যাড. তোতা মিয়া, এ্যাড. সালাহ উদ্দিন খান স্বপন, এ্যাড.আমান উল্লাহ প্রধান শাহিন প্রমূখ।