অনলাইন ডেস্ক:
ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলিম নারী পাইলট। ইন্ডিপেনডেন্ট নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তিনি ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা। তার বাবা শহীদ আলী স্থানীয় টেলিভিশন মেরামতের কাজ করেন। সানিয়া ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমী পরীক্ষায় (এনডিএ) পাস করেছেন।
ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, ভারতের প্রথম নারী মহিলা ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি, তিনি উত্তর প্রদেশ রাজ্যের প্রথম ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলটও হতে চলেছেন। সানিয়া একটি হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর পুনেতে জাতীয় প্রতিরক্ষা একাডেমীতে যোগ দেবেন তিনি।
সানিয়ার বাবা শাহীদ আলী জানান, সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেনের পাইলট অবনী চতুর্বেদীকে মূর্তিমান করেন। প্রথম থেকেই সে তার মতো হতে চেয়েছিল। সানিয়া ভারতের দ্বিতীয় নারী যিনি ফাইটার পাইলট নির্বাচিত হয়েছেন। এনডিএ পরীক্ষায় ১৪৯ তম স্থান পেয়েছেন সানিয়া। সানিয়া উত্তর প্রদেশ বোর্ডে উচ্চ মাধ্যমিকে ১২তম স্থান অর্জন করেছিলেন। এরপর সেঞ্চুরিয়ান ডিফেন্স অ্যাকাডেমিতে এনডিএ পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।