মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলার পৌরসভার কামদেববাড়ী মৌজা ও নাংলা ইউনিয়নের গোবিন্দপুর মৌজার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে হালচাষ করে ও জমি বেদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমি বেদখল করার সময় অভিযোগকারীর পরিবারের লোকজন বাধা দিলে তাদেরকে বিবাদীগন আক্রমণের চেষ্টা করে ভয়ভীতি, খুন,জখম ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে চলে যায়, বলে অভিযোগে জানা গেছে ! অভিযোগকারী মেলান্দহ পৌরসভার কামদেববাড়ী গ্রামের বাসিন্দা মৃত ময়েন আলীর ছেলে মিরাজ আলী ঘটনা ও অভিযোগ সূত্রে জানান, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কামদেববাড়ী গ্রামের বাসিন্দা মৃত ময়েন উদ্দিনের ছেলে মিরাজ আলী গংদের সাথে একই এলাকার কামদেববাড়ী গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ কুমদ মন্ডল এর ছেলে আবদুর রহিম, মোঃ আবদুল করিম ও মৃত ফজল হকের ছেলে মোঃ মোস্তাফা মন্ডল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ! এই বিরোধের জের ধরে গত ২৫ জুলাই রোজ রবিবার আনুমানিক ১১টার দিকে বিবাদী আবদুর রহিম, আবদুল করিম, মোস্তফা মন্ডল গংরা বে আইনিভাবে অভিযোগকারী বাদী মিরাজ আলী গংদের জমিতে জোর পূর্বক মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে হালচাষ করতে থাকে এবং জমি বেদখলের চেষ্টা করে !
এ সময় মিরাজ আলীর ভাই সিরাজ আলীসহ তাহার পরিবারের লোকজনরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল রহিম, আব্দুল করিম,মোস্তফা মন্ডল গংরা বে আইনি মিরাজ আলী গংদের উপর আক্রমণ করে ভয়ভীতি, খুন,জখম ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে এবং বলে জমি দখল করিবোই এ সময় প্রাণের ভয়ে সেখান থেকে মিরাজ আলীর ভাই সিরাজ আলীসহ পরিবারের লোকজন প্রাণের ভয়ে চলে আসে ! পরে আমি মিরাজ আলী বাদী হয়ে মেলান্দহ থানায় একটি জিডি করে যাহার জিডি নং- ১১৫০ তাং-২৫/০৭/২০২১ ইং জিডিতে বাদী মিরাজ আলী অভিযোগ করেন যে, আমার পিতা মৃত ময়েন উদ্দিন দীর্ঘ দিন আগে পৈত্রিক ও ক্রয়সূত্রে জমির মালিক হয়ে জমি ভোগদখলকার অবস্থায় ছিলেন।
বর্তমানে আমার পিতার মৃত্যুর পরে আমরা পৈত্রিক জায়গা জমির মালিক হইয়া দীর্ঘ দিন যাবত ভোগদখলকার অবস্থায় আছি। হঠাৎ করে প্রতিপক্ষ বিবাদী আবদুল রহিম, আবদুল করিম, মোস্তফা মন্ডল গংরা গত ২৫/৭/২১ইং তারিখে আমাদের জমিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চালচাষ করতে থাকে ও বেদখলের চেষ্টা করে এ সময় আমার পরিবারের লোকজন বাঁধা দিলে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে। এ সময় আমাদের লোকজন ভয়ে চলে আসে। পরে আমি মিরাজ আলী মেলান্দহ থানায় বাদী হয়ে একটি জি,ডি করি। যার জি, ডি নং ১১৫০ তাং ২৫/৭/২১ইং বাদীর অভিযোগে দাবি করেন যে, জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দপুর ও কামদেববাড়ী মৌজার ৫,৯২ একর নালিশী জমি তাদের ভোগ দখলে রয়েছে। নালিশী জমির তফসিল বর্ণনাঃ গোবিন্দপুর মৌজা- বি ,আর,এস খতিয়ান নং- ৭৪৫,৪৮২,৭৪৭,৭৪৬, বি,আর,এস দাগ নং-৩৩১,৩২৪,৩২২,৩২৬,৩২৫ ইহাতে নালিশী জমির পরিমাণ ৩,৫১ একর এবং কামদেববাড়ী মৌজা- বি,আর,এস খতিয়ান নং ২৮,২৯, বি,আর,এস দাগ নং৪০,২৮,২৯ ইহাতে নালিশী জমির পরিমাণ ২.৪১ একর, মোট দুই মৌজার নালিশী জমির পরিমাণ ৫.৯২ একর, যাহা তাদের মধ্যে ভোগদখল অবস্থায় আছে । এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এম, ময়নুল ইসলাম জানান, আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।