জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহের উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ৩নং মাহমুদপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলন শেষে আংশিক নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়েছে গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলন শেষে রাত আনুমানিক ৯টার দিকে এই আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি হলেন মোঃ আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক হলেন মোঃ আখতার হোসেন একরামুল।
সিনিয়র সহসভাপতি এ,টি,এম সরোয়ার জাহান তোতা,সহসভাপতি মতিউর রহমান মতি, সহসভাপতি লিয়াকত আলী লাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন সরকার, সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক রাউফুল আজম রাসেল, কৃষি ও সমবায় বিষয় সম্পাদক টিপু সুলতান মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে।