জামালপুর প্রতিনিধি
গত রবিবার দুপুরে মেলান্দহ থানাধীন ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিট অফিসার এস আই দিলীপ চন্দ্র সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মোঃ সামিউল আলম বিএসসি, সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান আলতাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সাধারণ জনগণ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লিখিত ইউনিয়নে মাদক, জুয়া প্রতিরোধসহ বর্ষা মৌসুমে গরু চুরি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার জন্য মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।সভাশেষে উপস্থিত সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম, এম,ময়নুল ইসলাম ও ঘোষেরপাড়া ইউ,পি চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান।