জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২নংকুলিয়া ইউনিয়নের সাদিপাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে বসতঘরে ভাংচুরের ঘটনার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারে পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করার পর ভুক্তভোগী পরিবারের উপর ঘটনা ঘটে। জানা যায়,সাদিপাটি গ্রামের মৃত হাজী আকবর আলী আকন্দের পুত্র রইজ উদ্দিন (৫৫)এর সাথে প্রতিবেশী সাইফুল ইসলাম গং দের সাথে জমি সংক্রান্ত মামলা চলে আসছিল। যাহার নং সি,জে,এম ৪/১৫। উক্ত মামলার বিবাদীগণ জামিনে মুক্ত পেয়ে গত ২২ জানুয়ারি বাদী
রইজ উদ্দিন টনকি বাজার থেকে বাড়ী ফেরার বাড়ির আঙ্গিনায় পৌছলে বিবাদীগন পূর্বশত্রুতা জের ধরে দা,লাঠি, রড দ্ধারা আক্রমণ করিলে বাদী প্রাণের ভয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে বিবাদীদের হাত থেকে উদ্ধার করেন। -গত ২৩ জানুয়ারি তারিখে নিরূপায় রইজ উদ্দিন প্রাণের ভয়ে আবারও আদালতে ফৌজদারী কার্যবিধি ধারা ১০৭/১১৭(গ) মামলা করেন ।লোকমূখে মামলার কথা শুনে বিবাদীগন আরও ক্ষিপ্ত হয়ে দলবদ্ধ ভাবে ভুক্তভোগী রইজ উদ্দিনের জানান,তাহাদের সাথে পারিবারিক ও জমিজমা লইয়া বিবাদ চলে আসছে।বিবাদীরা ইচ্ছাকৃত ভাবে আমাদের ভোগ দখলীয় জমি জবরদখল করেছে এবং আরো দখলের পাঁয়তারা করছে।তিনি আরও জানান, আশরাফের পুত্র সাইফুল ইসলাম
(২০),মনিরের পুত্র আবুল কালাম (৪৫),জয়েনে পুত্র আনিছুর রহমান (৪০),আশরাফের স্ত্রী ছাহারা বেগম( ৪০),বাইতুলার স্ত্রী মর্জিনা বেগম(৩৫), আনিছুর রহমানের স্ত্রী ইয়াসমিন (৩২),মৃত দিয়ানত খানের পুত্র আঃবারিক খান (৬২), মৃত জয়েন উদ্দিনের পুত্র আশরাফ আলী(৪৬),বায়তুল (৩৮), সাইদুর রহমান (৪৩)ও মৃত জাহিদ আলী আকন্দের পুত্র (৭৫) সংঘবদ্ধ চক্রটি গত২৪ জানুয়ারি-তারিখে রইজ উদ্দিনের বাড়িতে রাতের আধারে বাউন্ডারি টিন ও বাঁশের বেড়া ভেঙে বাড়ির ভেতর অতর্কিত ভাবে হামলা করে টিনের বেডা, দরজা, জানাসহ ইটপাটকেল ও লাঠি সোঠা দ্ধারা আঘাত করতে থাকে। বাড়িতে ভাংচুর ও রইচ উদ্দিনের পরিবার পরিজনের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত রইচ উদ্দিনের পরিবার নিরাপত্তাহীনতা ভুগছেন।