জামালপুর প্রতিনিধি
আগামী ২৪ সেপ্টেম্বর জাতীয় শ্রমিক লীগের মেলান্দহ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন ২০২২ সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ মেলান্দহ পৌর শাখার নবগঠিত কমিটির প্রথম বিশেষ বর্ধিত সভা গত ১১ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা ১১টায় মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ রবিজুল ইসলাম। পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান চাক্কুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নাংলা ইউনিয়নের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক শহিদুল ইসলাম শামীম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রন্জু মোল্লা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি হাফিজুর রহমান ভিম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক সেজু, পৌর শ্রমিক লীগের শ্রমিক লীগের সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।