জামালপুর প্রতিনিধি
যতক্ষন ফুটবল বা ক্রিকেট খেলা উপভোগ করি, ততক্ষণ মাথায় কোন প্রকার দুশ্চিন্তা বা চিন্তা আসে না।ফুটবল বা ক্রিকেট খেলা উপভোগের সময় মাথার মস্তিষ্ক ফুটবল বা ক্রিকেট বোলিং’র সাথে ঘুরে বেড়ায়। এ কারণের জন্য ফুটবল বা ক্রিকেট খেলা উপভোগের সময় মাথায় দুশ্চিন্তা বা চিন্তা আসে না।দেশের যুব সমাজকে দুশ্চিন্তা বা চিন্তা মুক্ত রাখতে এবং মাদকের কবল থেকে বাঁচাতে মেলান্দহ উপজেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন’র আয়োজনে উপজেলা রাজমিস্ত্রী উস্তাগার লামিয়া একাদশ বনাম রাজমিস্ত্রী শ্রমিক সাব্বির একাদশ’র ফাইনাল ফুটবল খেলা গত শুক্রবার ১০সেপ্টেম্বর ২০২১ইং বিকাল ০৩টায় উপজেলাস্থ্য উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে হাজারো দর্শকের অংশগ্রহণে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফুটবল ফাইনাল খেলায় উপজেলা রাজমিস্ত্রী উস্তাগার লামিয়া একাদশ ০৪ গোলে রাজমিস্ত্রী শ্রমিক সাব্বির একাদশ ০২হারিয়ে লামিয়া একাদশ বিজয় অর্জন করে।উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা উলেখিত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থেকে খেলার মাঠকে প্রফুল উজ্জীবিত ও সজীব রাখেন এবং বিজয়ী দলের টিম লিডারের হাতে ১ম পুরস্কার ক্রেষ্ট্য তুলে দেন এবং বিজিত দলের টিম লিডারের হাতে ২য় পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক আলতাফুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে খেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-শহর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক পৌর সভা প্যানেল মেয়র খায়রুল ইসলাম প্রমুখ।