জামালপুর প্রতিনিধি
কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় হতদরিদ্র, সাধারণ ও প্রান্তিক জনমানুষের জীবনমান উন্নয়ন তথা দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে ২৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার পুরাতন নাংলা ইউনিয়ন পরিষদের মাঠের সামনে ও বর্তমানে মেলান্দহ বাজার গরু হাটে এই গরু বিতরণ করা হয়েছে।
প্রতিটি গরু ৪০ হাজার টাকা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাধারণ হতদরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করতে এই গরু বিতরণ করা হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ( আর,ডি,এ ) এই প্রকল্পের বাস্তবায়ন করছেন।
গরু বিতরণ করার সময় উপস্থিত ছিলেন আর,ডি,এ বগুড়ার প্রকল্প পরিচালক উপসচিব মোঃ জাহেদুল হক চৌধুরী। মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিঞা, মেলান্দহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল আলম, কাজ প্রকল্পের ইন্জিনিয়ার কবীর হোসেন, মেলান্দহ উপজেলা নির্বাহী দপ্তরের অফিস সহকারী মোঃ হাসেম আলী, নাহিদ খান প্রমুখ।