স্পোর্টস নিউজ ডেস্ক |
কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে শনিবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় রাউন্ডে লিওনেল মেসি ও আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে লিওনেল মেসির চমৎকার এক গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান নয় নাম্বার জার্সি পরিহিত আলভারেজ। এরপর ৭৬ মিনিটে আর্জেন্টাইন ক্লাসিক প্লেয়ার ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।
যদিও খেলার শুরুতেই গোল পেতে পারতো আর্জেন্টিনা। ৩ মিনিটের মাথায় পাপু গোমেজের শট হাতে লাগলে অস্ট্রেলিয়ার ডিবক্সে হ্যান্ডবলের আবেদন করে আর্জেন্টিনা। তবে রেফারি তাতে সাড়া দেয়নি।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নীলসাদার আর্জেন্টিনা।