বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় গতকাল সোমবার থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করেছেস্থানীয় প্রশাসন। চারদিনে মোংলায় ১শ ২০টি নমুনা পরিক্ষা করে ৬১ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যেগত দু’দিনেই আক্রান্ত হয়েছে ৪৫ জন। যা গতদুই সপ্তাহের মধ্যে যা ছিল সর্বোচ্চ আক্রন্ত্রের রেকর্ড। এরই মধ্যে লকডাউন ঘোষনা করা হয়েছে মোংলা পৌর এলাকার শনাক্তহওয়া ১৪টি বাড়ি। এমন পরিস্থিতে দু’দিনের মধ্যে সংক্রমণ কমে না আসলে মোংলাউপজেলা জুড়ে সর্বত্মক লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নিবে স্বাস্থ্য বিভাগ। এরইমধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোংলা পৌরসভার প্রতিটি প্রবেশ পথে বসানো হচ্ছে চেকপোস্ট। জনসাধারনের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরতেনিয়োজিত রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সর্ট- কে,এম হুমায়ুন কবির, সিভিল সার্জন, বাগেরহাট।
Related Posts
Add A Comment