মশাহিদ আহমদ,মৌলভীবাজার:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডে (বিউবো) মৌলভীবাজার বেজবাড়ী এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্তৃক ১৯৬৩ সালে অধিগ্রহণ করা সংরক্ষিত সরকারি কোটি টাকার ভূমি অবৈধ দখলকারীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। সরকারি প্রায় ১ কোটি টাকার ভ‚মি উচ্ছেদ করে উদ্ধারকৃত ভ‚মি সংশি¬ষ্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডের কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেয়া হয়। আজ ৩১ মে সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন- জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন- বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার, সিলেট বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল মতিন, সহকারী নির্বাহী প্রকৌশলী মো: সাইদুর রহমান ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ । বিউবো এর অভিযোগে জানা গেছে, স্থানীয় একজন প্রভাবশালী বিউবো দেয়াল নির্মানে বাঁধা ্এবং বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহারকে হুমকি ধামকি দিয়ে গত মার্চ মাসে শুরু হওয়া বিউবো এর কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবগত করাসহ মৌলভীবাজার মডেল থানায় পৃথক দুইটি জি,ডি করেন। গত ২৭ মে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঁহার দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সকলের নিরাপত্তা ও কাজের বিঘœ সৃষ্টির আইনি সহযোগীতা চেয়ে চিঠি পাঠিয়েছেন। প্রেরিত চিঠি থেকে জানা যায়, এল,এ কেইস নং-৫/৬৩-৬৪ সালের অধিগ্রহনকৃত ভ‚মিতে জেলা কার্যালয় প্রতিষ্টিত হয়। উক্ত ভ‚মিতে তত্ত¡াবধায়ক প্রকৌশলীর কার্যালয়, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, ৩৩/১১ কেভি উপকেন্দ্র, পাম্প হাউস, মসজিদ, নির্বাহী প্রকৌশলীর বাংলা, স্টাফ কোয়াটার রয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় সীমনা পিলার, কাটা তারের বেড়া নষ্ট হওয়ার কারনে কেপিআই এলাকা হিসাবে বিউবো”র প্রাচীর নির্মানের কাজ সমাপ্তির পথে ছিল। বনশ্রী ওয়াপদা রোডের মরহুম আজলু মিয়ার পুত্র আলহাজ্ব আব্দুল বারী যুগ্ম জেলা জজ আদালত মৌলভীবাজার ৯/২০২১ ইং স্বত্ব মামলা কওে নিষেধজ্ঞা প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত কোন নিষেধজ্ঞা মঞ্জুর না করে মামলাটি সিনিয়র জজ আদালতে স্থনান্তর করেন। বর্তমান মামলা নং-১১৩/২০২১ স্বত্ব। আলহাজ্ব আব্দুল বারী বিউবো এর সীমানা ভ‚ক্ত এস এ ১৪২০ দাগের ভ‚মি নালীশা ভ‚ক্ত করে তার লোকজন সহযোগে বিউবো এর স্বত্ব দখলীয় ১৪৩০,১৪৩১ দাগের সীমানা প্রাচীর নির্মানে বাঁধা ও হুমকি প্রদর্শন করছে। বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুল বাহার মৌলভীবাজার মডেল থানার একটি জি,ডিতে বেজবাড়ি এলাকার ওয়াপদা রোডের (আহমেদ নিবাস) এর আব্দুল বারীর পুত্র সেলিম আহমেদের নাম উলে¬খ করে সাধারণ ডায়রি করেন। ডায়রি নং-৭৭২। মৌলভীবাজার মডেল থানায় অভিযোগে জানা যায়, মিউনিসিপালিটি মৌজার জেএল নং ১০৫ দাগ নং-১৪১৫,১৪১৬,১৪১৭,১৪২০,১৪২১,১৪২২,১৪২৫,১৪২৬,১৪২৮,১৪২৯,১৪৩০,১৪৩১, এর ৯.৪০ একর জায়গা কিছু অংশ আব্দুল বারীর পুত্র সেলিম আহমেদ জোর করে দখল করার জন্য ইতিপূর্বে বাঁশের বেড়া নির্মান করেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আপত্তি জানালেও সে কোন বাঁধা না মেনে বেড়া নির্মান করেন। গত ১৬ মে আবারও লোকজন নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জমি মাটি ভরাট করতে থাকেন। গত মার্চ মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১০ একর ৬১ শতক ভ‚মিতে দেয়াল নির্মানের কাজ শুরু করলে বেজবাড়ীস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নীচের ডালে বর্ষিজোড়া মৌজার ১৪৩০,১৪৩১ নং দাগের উপর রাতের অন্ধকারে অবৈধ ভাবে প্রভাবশালী মহল বেড়া নির্মানের চেষ্টা করে। এ ব্যাপারে বিউবো বিভাগ মৌলভীবাজার মডেল থানায় জিডি করেন এবং তার উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। উক্ত জমি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্তৃক ১৯৬৩ সালে অধিগ্রহণ করা হয়েছিল।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- জামালপুরে পাল্টা পাল্টি সংবাদ সন্মেলন
- লৌহজংয়ে ৪৮ ক্যান বিয়ারসহ তরুন আটক
- মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা
- নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন
- বিজিবি ও বিএসএফের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে: বিজিবি মহাপরিচালক
- এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে
- টেকনাফে ৩ লাখ ইয়াবা ইয়াবা উদ্ধার