মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে হতকাল মঙ্গলবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা সমাজ সেবা কার্যালয়ে অসহায় পরিবারে মধ্যে সীমিত পরিসরে মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয় এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কাশেম, বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, অফিস সম্পাদক মোঃ সামছু উদ্দিন খান, জেলা সমাজ সেবা কার্যালয়ের মোঃ খাইরুল ইসলাম মোমেন ও মোঃ খাইরুল ইসলাম। “ঐক্য শক্তি সহযোগিতায় প্রবাসীদের এই সংগঠন, সার্বজনীন বন্ধনে আমরাই উড়াবো বিজয়” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের চেয়ারম্যান নুরুল আমিন বখস জানান-পর্যায়ক্রমে কুষ্টিয়া, গাজীপুর, ফিরুজপুর, শরিয়তপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইফতার সামগ্রী বিতরণী কার্যক্রম চলমান রয়েছে।