ময়মনসিংহ প্রতিনিধি
আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশের ঢেড় সুনাম রয়েছে বিশ্বজুড়ে। বিশ্ব মানবতায় সুরক্ষিত রাখতে পৃথিবীর অবহেলিত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অপরিসীম অবদান। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এই অবদান কে স্মরণ করে রাখতে এই দিনটি কে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হিসাবে পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। গতকাল শনিবার ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশের আয়োজনে, এডভােকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল ময়মনসিংহে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২১ পালিত হয়। ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের সভাপতিত্বে এবং স্বাগতা ভট্টাচার্য্য (মৌ), অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল সার্কেলের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীফ আহমেদ (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, মোঃ কামরুল হাসান, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ নাজিমল হক, বিএসপি, এএফডবিøউসি, পিএসসি,কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড ও ফেটশন কমান্ডার ময়মনসিংহ, হারুন-অর-রশিদ, রেঞ্জ পুলিশ সুপার ময়মনসিংহ, মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), আকবর আলী মুন্সী, পুলিশ সুপার, নেত্রকোনা জেলা, নাসির উদ্দিন, পুলিশ সুপার, জামালপুর জেলা, গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ জেলা, ফিরোজ তালুকদার, ওসি- ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা, শাহ কামাল আকন্দ, ওসি- জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ, বিপ্লব কুমার বিশ্বাস, ওসি- শ্রীবরদী থানা, শেরপুর, আব্দুল কাদের মিয়া, ওসি- ঈশ্বরগঞ্জ থানা সহ ময়মনসিংহ রেঞ্জ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড.মোঃ আক্কাছ উদ্দিন ভ‚ঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ। আলোচনায় বক্তাগণ বলেন,বাংলাদেশ পুলিশের বিভিন্ন সময় শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছে যা অবশ্যই প্রশংসনীয়। অচির ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে নিজেদের নাম অক্ষুন্ন রাখাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর তাগিদ দেন।
Related Posts
Add A Comment