সুমন ভট্টাচার্য, ময়মনসিংহঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করে। কোতোয়ালী মডেল থানা’র অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে এএসআই (নিঃ) সুজন সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র থানাধীন মহজমপুর গ্রামস্থ জনৈক জইধর আলীর পতিত জমি থেকে জুয়া খেলার অপরাধে ০৫ জন জুয়াড়ীকে গ্রেফতার করে এবং তাহাদের নিকট হতে নগদ ৫৮০/- (পাঁচশত আশি) টাকা ও ০৪ বান্ডেল তাস উদ্ধার করা হয়।জুয়াড়ী ০৫জন হল ১। মোঃ জহিরুল (৩৪) পিতা-মৃত-আঃ হালিম, ২।
মোঃ সুমন মিয়া (১৯),পিতা-মোঃ দুদু মিয়া উভয় সাং-মহজমপুর, ৩। মোহাম্মদ আলী (৩০),পিতা-মৃত-আঃ গনি ৪। মোঃ খলিলুর রহমান (৩৩), পিতা-মোঃ ফখর উদ্দিন,৫। মোঃ মজিবর রহমান (৫৫),পিতা-মৃত-ইন্তাজ আলী সর্ব সাং-রাঘবপুর,সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হইতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী ১।মোঃ অন্তর(১৯), পিতামৃতঃ নেয়ামত আলী, সাং-উকুয়াকান্দা, (সিদ্দিক মাষ্টারের বাড়ী সংলগ্ন), থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করে।এছাড়াও এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীরের এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
অত্র থানাধীন চর ভবানীপুর গ্রামস্থ মোঃ মনির হোসেন (২৫)এর বসতঘরের উত্তর পার্শ্বে তার বর্গায় চাষকৃত জমি হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা-মোঃ নিজাম উদ্দিন, মাতা-মোছাঃ জোসনারা বেগম, সাং-চরভবানীপুর, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০২টি বড় কথিত মাদকদ্রব্য তাজা গাঁজার গাছ, যাহার মধ্যে ০১টি গাছের ০৫টি শাখা সহ লম্বা অনুমান ০৮ ফুট অপর গাছের ০২টি শাখা যাহা উত্তোলনের সময় ০১টি শাখা গাছ হতে বিচ্ছিন্ন হওয়া যাহা লম্বা অনুমান ০৮ ফুট উদ্ধার করা হয়।এছাড়াও এসআই (নিঃ) আবুল কাশেম ০১টি সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। সিআর সাজা ০১জন হল-১। নেকবর আলী, পিতামৃত-হোসেন আলী, সাং-রাঘবপুর, থানা-সদর, জেলা-ময়মনসিংহ এবং গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।