ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা) নির্দেশে ডিবি ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) দিকনির্দেশনায় এসআই মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৪ জুন/২০২১ কোতোয়ালী থানাধীন পাড়াইল হইতে উক্ত তারিখ রাত ১০.৩৫ ঘটিকার সময় ০১টি ব্যাটারী চালিত রিক্সাসহ চোর ১। মোঃ দেলোয়ার উরফে দেলু (২৮), পিতা মৃত-হাসান আলী, মাতা মৃত-মালেকা খাতুন, সাং-পাড়াইল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Add A Comment