ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা প্রশাসন চলতি ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড অর্জন করেছে।যা বিগত অর্থ বছরের চেয়ে কয়েকগুণ বেশি। দেশ গতিশীল ও অর্থনীতির সূচক সচল রাখতে স্থানীয় রাজস্ব আদায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। ময়মনসিংহ জেলা প্রশাসন জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি ৫৩২,৭৬৪,৩৩২ টাকা, অস্থায়ী হাট-বাজার ইজারা ২৬,৫৪,৬০,৩৮৭ টাকা, ভ‚মি উন্নয়ন কর বাবদ ১৯,৮২,৭৯,৮২৪ টাকা, এল এ কন্টিনজেন্সি ১৪৫,২৯৩,৪১৬ টাকা, লাইসেন্স নবায়ন ফি ১০,৩৩৩,০৪৪ টাকা, নদ-নদী ড্রেজিং ৯,৫২,২৪,৯৫০ টাকা, মোবাইল কোর্ট পরিচালনায় ৪০,৪২৫,৬৮৪ টাকা, জেনারেল সার্টিফিকেট অফিসারের আদালত ১,৯৮৯১০৭৮ টাকা, ভ‚মি খাতের বিবিধ উৎস ৫,০৯,২৫,৫৭৪ টাকা, লাইসেন্স নবায়ন ফি ১০,৩৩৩,০৪৪ টাকা, বালুমহাল ও জলমহাল ইজারা ৭,৪৬৮,৩১৩ টাকা, ভ্যাট বাবদ ১,০৬৮,৬৮৫ টাকা,কোর্ট ফি ৭২৪,৪৮৫ টাকা, লাইসেন্স ইস্যু নবায়ন ৫৩১,৫০০ টাকা, হোটেল রেস্তরাঁর রাজস্ব আদায় ৪২৫,২৭০ টাকা, আইটি ২২৪,৬৮৪ টাকা,অন্যান্য খাতে ২৮,৬০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, করোনা কালীন সময়ে রাজস্ব আদায় সংক্ষিপ্ত ছিল, এখন নানা খ্যাতে বিশেষ প্রক্রিয়ায় ও ডিজিটাল সিষ্টেম ব্যবহারের মাধ্যমে রাজস্ব আদায় করা হচ্ছে ২০২১-২২ অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত প্রায় ১৪০ কোটি টাকা আদায় করা হয়েছে।তবে চলতি জুন মাসে আরও ২০কোটি টাকা রাজস্ব খাতে যোগ হবে।রাজস্ব আদায়ের পাশাপাশি প্রতিটি সরকারী প্রতিষ্ঠানে ডিজিটাল, হয়রানি মুক্ত ও জনবান্ধব সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।