সুমন ভট্টচার্য :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আইস/ক্রিষ্টাল মেথ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১০ গ্রাম আইস উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত রুহুল আমিন ময়মনসিংহ সদরের রাজগঞ্জের (সাহেব কাচারী বাজার) মোস্তফা হোসেনের ছেলে। ডিবির ওসি সফিকুল ইসলাম, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সোমবার বিকালে জেলা সদরের চর নিলক্ষীয়ার রাজগঞ্জ এলাকা থেকে ১০ গ্রাম আইস/ক্রিষ্টাল মেথ সহ মাদক ব্যবসায়ী আসামি রুহুল আমিনকে গ্রেফতার করে। সে ঐ এলাকার মোস্তফা হোসেনের ছেলে। এ ব্যাপারে মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ডিবির ওসি সফিকুল ইসলাম আরো বলেন, মাদকের নতুন আইটেম আইস এই অঞ্চলে এই প্রথম ধরা পরে এবং প্রথম মামলা। এই মরণঘাতি মাদক আইস যাতে এই এলাকায় আসতে না পারে সেই লক্ষে পুলিশ তৎপর রয়েছে।