সুমন ভট্টাচার্য:
একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন প্রতিপাদ্যকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত। রবিবার (৫ জুন ২০২২) তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহে জেলা পরিষদ সম্মেলনকক্ষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
আয়োজনের সভাপতিত্ব করেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। স্বাগত বক্তব্য প্রদান করেন দিলরুবা আহমেদ, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহং কি নোট স্পিচ উপস্থাপন করেন ড. এম.এ ফারুখ প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগ,বাকৃবি। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।