অনলাইন ডেস্ক: ময়মনসিংহে স্কপের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ২১জুন,সোমবার ২০২১ইং,শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ,ময়মনসিংহ এর আহবানে ২০২১-২২ অর্থ বছরে শ্রমিক কর্মচারীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ ও অধিকার প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন,মাহবুব বিন ছাইফ,শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ,ময়মনসিংহের সমন্বয়ক,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক।এবং সমাবেশ সঞ্চালনার দ্বায়িত্ব পালন করে তফাজ্জল হোসেন। সমাবেশে বক্তাগণ বলেন, জাতীয় বাজেটে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।করোনা দূর্যোগের মধ্যেও দেশের কৃষি, শিল্প, সেবাখাত,রেমিট্যান্সে যে প্রবৃদ্ধি হয়েছে তার প্রধান অবদান দেশের শ্রমজীবী মানুষের। ৬ কোটি ৮২ লক্ষ শ্রমজীবী মানুষের সুরক্ষার কোন পদক্ষেপের প্রতিফলন না থাকলেও তাদের পকেট থেকে অর্থ হাতিয়ে রাষ্ট্রের পকেট ভারার পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে রয়েছে। বাজেটে আয়ের প্রায় পরোটা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের শ্রমিক কৃষক জনগণের কাছ থেকে নেয়া হয়েছে।কিন্তু বরাদ্দের ক্ষেত্রে শ্রমিক কৃষকের জন্য নামে মাত্র রাখা হয়েছে।আর বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতের জন্য।বাজেট প্রনয়নের পূর্বে মতামত সংগ্রহের ক্ষেত্রেও শ্রমজীবী বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে।অর্থাৎ শ্রমজীবী মানুষের গুরুত্বই প্রদান করা হয়নি।আর তার প্রতিফলনই পড়েছে ঘোষিত বাজেটে।দেখা যায়,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য গত বছরের চেয়ে বরাদ্দ ১৫ কোটি টাকা বৃদ্ধি করে মাত্র ৩৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে অথচ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিচলন ব্যয় গত বছরের চেয়ে বেড়েছে ৪৯ কোটি টাকা।অর্থাৎ মন্ত্রণালয়ের সক্ষমতা ব্যয় বৃদ্ধির পরিবর্তে ৩৪ কোটি টাকা কমানো হয়েছে। উক্ত সমাবেশে বক্তাগণ আরও বলেন, সরকার ঘোষিত বাজেটে জনগণের উপর বিভিন্ন করের বোঝা বৃদ্ধি করলেও সমাজবাদী একচেটিয়া লগ্নীপুঁজি বিনিয়োগের ক্ষেত্রে করের পরিমাণ হ্রাস করা হয়েছে।এতে বিদেশী পুঁজির সাথে প্রতিযোগিতায় দেশীয় শিল্প আরো ক্ষতিগ্রস্ত হবে এবং বিদেশী পুঁজির একচেটিয়া শোষণের আরো ক্ষেত্র প্রস্তুত হবে।ফলে দেখা যায় ঘোষিত বাজেট হচ্ছে সাম্রাজ্যবাদী একচেটিয়া লগ্নি পুঁজির স্বার্থরক্ষাকারী বাজেট। যাতে দেশের জনগণের স্বার্থের কোন প্রতিফলন নেই।এ প্রেক্ষিতে বক্তাগণ বাজেটে জনগণের জন্য করের বোঝা কমিয়ে এনে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট প্রয়োজনীয় বরাদ্দ প্রদান ও তাদের অধিকার প্রতিষ্ঠা তথা পুঁজির শোষণ উচ্ছেদের লক্ষে বৃহত্তর শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। উক্ত সমাবেশে বক্তব্য প্রদান করে এডভোকেট হারুন-অর-রশিদ,ইমাম হোসেন খোকন,মোঃ সোলাইমান,মঞ্জুরুল ইসলাম, আঃরাজ্জাক,শাহনাজ পারভীন প্রমুখ।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন করল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ